চণ্ডীগড়: পুলিশকর্মী সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের ডোপ পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। নিয়োগের সময় থেকে চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে চলবে এই পরীক্ষা।


রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশিকা জারি থেকে শুরু করে পরীক্ষার প্রয়োজনীয় প্রক্রিয়া চালু করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


ওই আধিকারিক জানান, পঞ্জাব সরকারের সবকটি দফতরের যাবতীয় নিয়োগ ও পদন্নোতির সময়ে ডোপ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, রাজ্য পুলিশকর্মীদের বার্ষিক মেডিক্যাল পরীক্ষাতেও ডোপ পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


প্রসঙ্গত, পঞ্জাব থেকে মাদক-সংক্রমণ হঠাতে গত এক সপ্তাহে একাধিক উদ্যোগ নিয়েছেন অমরিন্দর। তারই অন্তর্গত এই পদক্ষেপ। পাশাপাশি, মাদকপাচার কাণ্ডে প্রথমবারের অপরাধীদের ক্ষেত্রেও ফাঁসির সাজা সুপারিশ করে আইন বদলের প্রস্তাব দিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।