ঘুষ নিতে গিয়ে পঞ্জাবের অর্থমন্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে সাসপেন্ড দুই পুলিশকর্মী
ABP Ananda, web desk | 24 Mar 2017 12:16 PM (IST)
লুধিয়ানা: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পঞ্জাবের দুই পুলিশ কর্মী। তাও আবার রাজ্যের অর্থমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ল ঘুষ নেওয়ার ঘটনা। দুই পুলিশ কর্মীকেই সাসপেন্ড করা হয়েছে। লুধিয়ানার খান্নায় অর্থমন্ত্রী মনপ্রীত বাদল নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ওই সময়ই দুই পুলিশ কর্মী মনজিত্ সিংহ ও জগজীত সিংহকে রাস্তায় দাঁড়িয়ে লোকজনের কাছ থেকে ঘুষ চাইতে দেখেন । পুরো ঘটনা মন্ত্রী নিজের মোবাইলে ভিডিওতে তোলেন তিনি। গাড়িতে মন্ত্রী রয়েছেন জানতে পেরে হকচকিয়ে যান দুই পুলিশ কর্মী। তাঁরা মন্ত্রীর কাছে ক্ষমা চান। কিন্তু তাঁদের আর্জিতে কান দেননি মনপ্রীত। তিনি বলেন, সরকার ৫০ হাজার টাকা বেতন দেয়। এরপরও আপনারা ঘুষ নেন! মনপ্রীত তাঁর মোবাইলে তোলা ভিডিও পুলিশের কাছে জমা দেন। এরপর ওই দুজনকে সাসপেন্ড করা হয়।