গো রক্ষা দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের, নিশানা করলেন মোদীকে
Web Desk, ABP Ananda | 08 Aug 2016 11:34 AM (IST)
পাতিয়ালা: প্রধানমন্ত্রীর আহ্বানের ২৪-ঘণ্টা কাটতে না কাটতে গরু বাঁচানোর নামে কিছু নিরীহ মানুষকে পেটানোর করার অভিযোগে ‘গো রক্ষা দল’-এর প্রধান সতীশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পঞ্জাব পুলিশ। এসএসপি গুরমীত চৌহ্বান জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, গৌ-রক্ষা দলের সদস্যরা বেধড়কভাবে কয়েকজন মানুষকে পেটাচ্ছেন। সতীশ ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে, এখনও সতীশকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তিনি জানান, মামলা সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। যদিও, এদিন প্রধামন্ত্রীকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। সতীশের মতে, সামনে উত্তরপ্রদেশ নির্বাচন। ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’-কে মাথায় রেখেই মোদী এখন গো-রক্ষা কমিটিকে ‘বলির পাঁঠা’ করছেন বলে জানান সতীশ। তাঁর পাল্টা যুক্তি, প্রধানমন্ত্রী যদি কসাইদের উদ্দেশ্যে বলতেন, গরু-হত্যা না করতে, তাহলে বিষয়টি যথার্থ হত। কিন্তু, এখন তাঁদের (কসাই) ভোট পেতে তিনি গো-রক্ষা সংক্রান্ত মন্তব্য করেছেন। প্রসঙ্গত, রবিবার তেলঙ্গনায় ভগীরথ প্রকল্পের উদ্বোধনে গিয়ে মোদী দেশবাসী ও সব রাজ্যের প্রতি আহ্বান করেন, এই সব ‘ভুয়ো গো-রক্ষাকারী’-দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি জানান, এই সব মানুষ আদপেই গরুকে রক্ষা করার বিষয়ে চিন্তিত নয়। তাদের আসল উদ্দেশ্য, গো-রক্ষার নামে সমাজে অস্থিরতা তৈরি করা। ভুয়ো গো-রক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের আহ্বানও জানান মোদী। এমনকী, শনিবারও একই ইস্যুতে সোচ্চার হয়েছিলেন তিনি। গো-রক্ষার নামে সাধারণ মানুষের ওপর 'জুলুমবাজি'র নিন্দা করে জানিয়ে দেন, গোরক্ষার নাম করে যারা সমাজবিরোধী কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান তিনি।