চণ্ডীগড় ও পানাজি: পাঁচ রাজ্যের ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার। আগামীকাল, পঞ্জাব ও গোয়ায় ভোটগ্রহণ।
এই দুটি রাজ্যেই এক দফায় সব আসনে ভোটগ্রহণ হবে। এই দুই রাজ্যের ভোটগ্রহণ শাসক বিজেপির কাছে বড় পরীক্ষা হতে চলেছে। কারণ, এই দুই রাজ্যেই শাসনভার ছিল গেরুয়া শিবিরের হাতে।
একদিকে, যেখানে গত ২ বার শিরোমনি অকালি দলের সঙ্গে জোট বেঁধে পঞ্জাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্যদিকে, গোয়াতেও শাসনভার ধরে রেখেছে গেরুয়া শিবির। তাই এবারও ক্ষমতা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি।
যদিও, বিজেপিকে উৎখাত করার বিষয়ে আশাবাদী প্রধান বিরোধী কংগ্রেস। এদিকে, এই দুই রাজ্যে, বিশেষ করে পঞ্জাবে ভাল ফলের আশায় আম আদমি পার্টিও।
পঞ্জাবের ১১৭টি আসনের জন্য লড়াই চালাচ্ছেন ১১৪৫ প্রার্থী। ভোটদাতার সংখ্যা ১.৯৮ কোটি। অন্যদিকে, গোয়ার ৪০ আসনে ১১ লক্ষ ভোটার ২৫০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।