চণ্ডীগড়: জম্মু ও কাশ্মীর থেকে তিনটি গাড়ি করে পঞ্জাব হয়ে জঙ্গিরা দিল্লিতে ঢুকতে পারে। এই মর্মে পঞ্জাব পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। এরপরই গোটা পঞ্জাব জুড়ে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট।

পঞ্জাব পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে একটি তথ্য আসে যে তিনটি গাড়ি করে তিন বা তার বেশি সশস্ত্র জঙ্গি জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাব হয়ে দিল্লির দিকে যেতে পারে। এরপরই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, নিরাপত্তাকে আরও শক্ত করার। রাজ্যে ঢোকার ও বাইরে যাওয়া প্রত্যেক গাড়ি পরীক্ষা করতে। নির্দেশানুসারে, পুলিশ বা সামরিক বাহিনীর গাড়িকেও ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি, রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ধর্মীয়স্থল, মার্কেট, শপিং মল, রেল স্টেশন, রেললাইন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও খানা-তল্লাশি চালানো হচ্ছে। পঠানকোটে এক পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তাকে কঠোর করা হয়েছে। প্রত্যেকটি যানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে পঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র লস্কর-ই-তৈবা জঙ্গিরা।  ওই হামলায় সাত সামরিক কর্মী শহিদ হয়েছিলেন। তার আগে গত বছরের জুলাই মাসে গুরদাসপুরের দিনানগরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা।