লুধিয়ানা: রাত করে বাড়ি ফিরেছিল দুই বোন। ১৫ বছরের জ্যোতি, তার চেয়ে একটু ছোট প্রীতি। দুজনেই দশম শ্রেণির পড়ুয়া। বাবা-মা সন্দেহ করত, তাদের অজ্ঞাতে বয়ফ্রেন্ডদের সঙ্গে মেলামেশা করে দুই মেয়ে। সোমবার রাতে ওরা দেরি করে বাড়ি ফেরায় সন্দেহ গাঢ় হয়। ব্যাস, কোনও প্রমাণ লাগেনি। সন্দেহের বশেই দুই বোনকে মাদক খাইয়ে অজ্ঞান করে খালে ডুবিয়ে দেয় তারা। পঞ্জাবের লুধিয়ানার ঘটনা।
পুলিশ জানিয়েছে, দু বোনকে লুধিয়ানার বারেওয়াল সেতুর কাছে সিধওয়ান খালের জলে ভাসতে দেখেন পথচারীরা। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায় জ্যোতি। বেঁচে গিয়েছে তার বোন।
এসআই দেবিন্দর শর্মাকে উদ্ধৃত করে বলা হয়েছে, খাবারে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় ওদের। অচেতন হওয়ার পর দুজনকে খালে ভাসিয়ে দেয় বাবা-মা। খালে ফেলে দেওয়ার আগে জ্যোতির শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছেন ওই এসআই।
প্রীতি প্রথমে নিজেকে অনাথ, ভিক্ষা করে খায় বলে দাবি করে। পুলিশকে জানায়, স্থানীয় এক মন্দিরে ভিক্ষা করছিল। অপরিচিত একজনের দেওয়া খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু লাগাতার জেরায় শেষ পর্যন্ত সব বলে দেয় সে।
পুলিশ খুঁজছে ওদের বাবা-মা, পলাতক উদয় চাঁদ ও লক্ষ্মীকে। খুন, খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়েছে তাদের।