সোমবার রাতে ১৫ বছরের জ্যোতি ও তার বোন প্রীতিকে লুধিয়ানার বারেওয়াল সেতুর কাছে সিধওয়ান খালে হাবুডুবু খেতে দেখেন স্থানীয় মানুষ। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জ্যোতির মৃত্যু হয়। তবে বেঁচে যায় প্রীতি। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে জানায়, বাবা মা সন্দেহ করতেন, তাদের বয়ফ্রেন্ড আছে। সোমবার দেরি করে বাড়ি ফিরেছিল তারা। তাই সন্দেহের বশে বাবা মা তাদের খালে ডুবিয়ে মারার চেষ্টা করেন। তবে তার আগে খাবারের সঙ্গে মিশিয়ে মাদকও খাওয়ানো হয়।
গ্রেফতার হওয়ার পর মেয়েদুটির মা পুলিশি জেরায় ভেঙে পড়ে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী দুই মেয়েকে খুনের ছক কষেছিলেন। পুলিশের হাত এড়াতে জ্যোতি ও প্রীতির বাবা তাদের দিয়ে সুইসাইড নোটও লিখিয়ে নেন। ছক ছিল, মেয়েরা মারা গেলে পুলিশে নিখোঁজ ডায়রি করা হবে।
অভিযুক্ত বাবা মা উদয়চাঁদ ও লক্ষ্মীর সন্দেহ ছিল, মেয়েরা তাঁদের অপছন্দের ছেলেদের সঙ্গে মিশছে। সোমবার রাতে তারা দেরি করে বাড়ি ফিরলে সেই সন্দেহ গাঢ় হয়।
আরও পড়ুন সন্দেহ, বয়ফ্রেন্ডদের সঙ্গে বাইরে সময় কাটিয়েছে, রাত করে বাড়ি ফেরায় ২ বোনকে মাদক খাইয়ে খালে ফেলে দিল বাবা-মা!