চণ্ডীগড়: পঞ্জাবের সাহিবজাদা অজিত সিংহ নগরের পুলিশ সুপার তথা অর্জুন পুরস্কার পাওয়া জাতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক পরমিন্দর সিংহ ভাণ্ডালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে এক মহিলার নগ্ন ভিডিও শেয়ার করার অভিযোগ উঠল। পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং মহিলা কমিশন এ বিষয়ে রিপোর্ট তলব করেছে। পরমিন্দর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।


সোমবার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করার অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা নগ্ন হয়ে নাচছেন। ওই গ্রুপে পুলিশ আধিকারিকদের পাশাপাশি রাজনীতিবিদ এবং সাংবাদিকরাও আছেন। তাঁরা সবাই সেই ভিডিও পেয়েছেন। এরপরেই পরমিন্দর ক্ষমা চেয়ে নিয়ে বলেন, তাঁর এক বন্ধুর বাচ্চা ছেলে ওই ভিডিও শেয়ার করেছে।

পুলিশ সুপারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে বিতর্ক শুরু হওয়ায় রিপোর্ট তলব করেছেন ডিজিপি সুরেশ অরোরা। মহিলা কমিশনের চেয়ারপার্সন পরমজিৎ কউর লানদ্রান বলেছেন, তাঁরা স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করেছেন। ১৫ দিনের মধ্যে পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।