পুরী: পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছেন অথচ পান্ডাদের দুর্ব্যবহারের শিকার হননি, এমন মানুষ গুনে বলা যায়। মাথায় লাঠির বাড়ি মেরে টাকা আদায়ের ফন্দি থেকে কুৎসিত গালিগালাজ- পুরীর পান্ডাদের বিরুদ্ধে অভিযোগের অতি দীর্ঘ তালিকা রয়েছে। এবার বোধহয় একটু সুদিনের মুখ দেখতে চলেছেন জগন্নাথদেবের মন্দির দর্শনার্থীরা। ঠিক হয়েছে, পান্ডাদের দেশের নানা মন্দির ঘুরিয়ে দর্শনার্থীদের সঙ্গে ভব্য ব্যবহারের পাঠ দেওয়া হবে।
মন্দিরের নিয়মকানুন পালন সংক্রান্ত কাজকর্মে যুক্ত একদল পান্ডা এই যাত্রা করবেন। দেশের মন্দিরে মন্দিরে ঘুরে পরিচ্ছন্নতা শিখবেন তাঁরা, সঙ্গে শিখবেন ভাল ব্যবহার। মন্দির কর্তৃপক্ষ এখন তাঁদের যাত্রাসূচি তৈরি করছে।
এই মন্দিরগুলির মধ্যে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণমন্দির, তিরুপতি বালাজি ও পদ্মনাভস্বামী মন্দির। অন্য রাজ্যের মন্দির দর্শনে পান্ডাদের বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞানলাভ করবেন বলে মন্দির কর্তৃপক্ষের আশা কারণ, বেশিরভাগ পান্ডাই পুরীর বাইরে কখনও কোথাও যাননি।
কর্তৃপক্ষ জানাচ্ছে, এঁরা বরাবর মন্দির চত্বরেই এঁদের জীবন কাটান। ফলে মানুষের সঙ্গে ব্যবহার ও পরিচ্ছন্নতা নিয়ে কার্যত কোনও পাঠই নেই এঁদের।
সফরে যেতে চলা পান্ডাদের নোটবুক দেওয়া হবে, তাতে নিজের নিজের অভিজ্ঞতার কথা লিখে আনবেন তাঁরা।
এর আগে ২০০৬-২০০৮-এও পান্ডারা কয়েকটি মন্দির দর্শন করেন। ২০১৫-য় তাঁদের নিয়ে যাওয়া হয় তিরুপতির ভেতরের রান্নাঘরে, দেখানো হয় কীভাবে শেখানে বজায় রাখা হয় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা।
এবার দেশের মন্দিরে মন্দিরে ঘুরে ভাল আচরণ, পরিচ্ছন্নতার পাঠ নেবেন পুরীর পান্ডারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 01:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -