ভূবনেশ্বর: ভক্তদের থেকে সেবায়েতদের অনুদান গ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর এবার পৃথক ডোনেশন বক্স বসানোর সিদ্ধান্ত নিল পুরী জগন্নাথ মন্দির প্রশাসন।


শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক পি কে মহাপাত্র জানান, আগামী ১৪ তারিখ রথযাত্রার সময় রথের চারদিকে অনুদান বাক্স রাখা থাকবে।


তিনি বলেন, তিনটি রথের চারদিকে যে ঘেরা অঞ্চল থাকবে, সেখানে চারটি করে ‘হান্ডি’ বা অনুদান বাক্স বসানো থাকবে। এছাড়া, গুন্দিচা মন্দিরে আরও ৬টি হান্ডি বসানো হবে। যেখানে ভক্তরা অনুদান জমা করতে পারবেন।


মহাপাত্র জানান, রথযাত্রার সময় প্রচুর ভিড় হবে। প্রায় ১০ লক্ষ ভক্ত সমাগম হবে পুরীতে। তাই হান্ডিগুলির নিরাপত্তায় ২৪-ঘণ্টা পাহারা থাকবে। গতমাসে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সেবায়েতদের কোনও প্রকার অনুদান গ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুরী মন্দির কর্তৃপক্ষ।


মহাপাত্র জানান, নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হ বে বলেও সেবায়েতদের সতর্ক করা হয়েছে। তিনি যোগ করেন, সেবায়েতদের অনুদান না দেওয়ার জন্য ভক্তদেরও আহ্বান জানিয়ে নোটিস টাঙানো হয়েছে।