নয়াদিল্লি: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে সন্ত্রাসবাদীদের তালিকায় অন্তর্ভূক্ত করেছে পাকিস্তান। প্রতিবেশী দেশের এই পদক্ষেপ হাফিজের বিচারের ব্যবস্থা করা এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদ ও হিংস্র চরমপন্থার বিরুদ্ধে প্রথম যুক্তিগ্রাহ্য পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছে ভারত।

বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, হাফিজ সঈদ আন্তর্জাতিক জঙ্গি ও মুম্বই হামলার মূল চক্রী। জামাত-উদ-দাওয়া ও লস্কর-ই-তৈবার মতো সংগঠন ও তাদের ঘনিষ্ঠ  গোষ্ঠীগুলির মাধ্যমে  পাকিস্তানের প্রতিবেশী দেশগুলির ওপর একাধিক হামলার ঘটনার জন্য দায়ী হাফিজ। হাফিজ ও তার জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে নির্দেশিত কার্যকরী ব্যবস্থা গ্রহণ তার  বিচার ও এই অঞ্চলে সন্ত্রাসবাদ ও হিংস্র চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে প্রথম যুক্তিগ্রাহ্য পদক্ষেপ।

পাকিস্তানের সন্ত্রাস দমন আইনে হাফিজকে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত প্রশ্নের উত্তরে একথা বলেছেন বিকাশ স্বরূপ।

হাফিজ বর্তমানে পাকিস্তানে গৃহবন্দী।