গুয়াহাটি: গোটা একটা ছাগল গিলে ফেলে কী বিপদেই না পড়েছে এই অজগরটি। মজার এই ভিডিওটি অসম থেকে এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে গোটা ছাগল গিলে ফেলে আর নড়তে পারছে না অজগরটি।
অসমের বাইহাটা চারিআলি গ্রামের বাসিন্দারা ১৫ ফুট লম্বা এই অজগরটি দেখতে হাজির হয়েছিলেন। তাঁরাই জানিয়েছেন, পেট মোটা অজগরটি আচমকাই তাঁদের নজরে আসে। কার্যত মোটা পেট নিয়ে সাপটি নড়তেই পারছিল না।
প্রসঙ্গত কাছের জঙ্গল থেকে এলাকায় বেরিয়ে আসে অজগরটি। সেখানেই এসে একটি গোটা ছাগল গিলে ফেলে। তার জেরেই এই পরিণতি। আপাতত সাপের গলায় একটি দড়ি বেঁধে রেখেছেন গ্রামবাসীরা। এরপর দড়ি দিয়ে টানতে টানতে সাপটিকে ফরেস্ট আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তবে যেভাবে গলায় দড়ি বেঁধে সাপটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে আবার বহু পশুপ্রেমী নিষ্ঠুরতার অভিযোগে সরব হয়েছেন।
গোটা একটা ছাগল গিলে নড়তেই পারছে না অজগর, গলায় দড়ি বেঁধে নিয়ে যাওয়া হল জঙ্গলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2017 10:39 AM (IST)
ছবি সৌজন্যে ইউটিউব, ক্যাটারস ক্লিপস
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -