উন্নাও: অবশেষে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের সেই হাতুড়ে চিকিৎসককে, যিনি একই সিরিঞ্জ ব্যবহার করে অন্তত ৪৬ জনের শরীরে মারণ এইচআইভি সংক্রমণ ঘটিয়েছেন।
একই এলাকায় একাধিক ব্যক্তির এইচআইভি-তে আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে উঠে আসে রাজেন্দ্র কুমার নামে ওই হাতুড়ে চিকিৎসকের নাম। তাঁকে ধরার জন্য বেশ কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে যায় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি, উত্তরপ্রদেশের উন্নাও জেলার বঙ্গারমাউয়ে একসঙ্গে একাধিক ব্যক্তির দেহে মারণ এইচআইভি মেলার পর চাঞ্চল্য ছড়ায়। কারণ জানতেই একটি তদন্ত কমিটি গঠন হয়। জানা যায়, কম খরচে চিকিৎসা দেওয়ার নাম করে গত ১০ মাস ধরে একই সিরিঞ্জ ব্যবহার করেন বিভিন্ন রোগীর দেহে। চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে, বঙ্গারমাউয়ে পৌঁছেছেন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (ন্যাকো) এবং উত্তরপ্রদেশ এইডস কন্ট্রোল সোসাইটির প্রতিনিধিদল। তাঁরা জেলার মুখ্য মেডিক্যাল অফিসারের সঙ্গে দেখা করেন। সিএমও জানান, বঙ্গারমাউয়ে অন্তত ৫৮ জন এইচআইভি-তে আক্রান্ত হয়েছে।