নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে চমক। ফের মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে (বসপা) যোগ দিলেন কৌমি একতা দলের এক প্রতিষ্ঠাতা, মাফিয়া, বাহুবলী বলে পরিচিত মুখতার আনসারি। তাঁকে মউ সদর কেন্দ্রে প্রার্থী করছেন মায়াবতী। আনসারির ছেলে আব্বাস, ভাই সিগবাতুল্লাহকে যথাক্রমে ঘোসি, মহম্মাদাবাদ গোহনা কেন্দ্রে বসপা-র টিকিট দেবেন বলেও জানিয়েছেন তিনি। মুখতার বর্তমানে মউ সদরের বিধায়ক।
সংবাদ সংস্থা জানিয়েছে, মুখতারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে দলে নেওয়া হল বলে সাফাই দিয়েছেন মায়াবতী। তাঁর দাবি, দলে অপরাধে জড়িত, এমন কেউ নেই।
গত বছর কৌমি একতা দল মিশে গিয়েছিল সমাজবাদী পার্টিতে। তবে মুখতারের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড থাকার পরিপ্রেক্ষিতে এই মিলনে খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। তাঁর আপত্তির আরও একটি কারণ, কাকা শিবপাল যাদবের উদ্যোগেই সপায় মিলে গিয়েছিল মুখতারের দল। সম্প্রতি অখিলেশ সপা-র জাতীয় সভাপতি হয়েছেন। কংগ্রেস-সপা ভোটে আসনরফা হয়েছে। টিকিট পাননি কৌমি একতার দুই বর্তমান বিধায়ক মুখতার স্বয়ং, ভাই সিগবাতুল্লাহ।
১৯৯৬-এ মুখতার প্রথম বিধানসভা ভোটে জেতেন বসপার টিকিটে, পরের দুটি নির্বাচনে জয়ী হন নির্দল হিসাবে। ২০০৭-এ ফের বসপায় ঢোকেন। ২০০৯-এ বারাণসীতে প্রবীণ বিজেপি নেতা মুরলীমনোহর জোশীর বিরুদ্ধে লোকসভা ভোটে দাঁড়ান, তবে জিততে পারেননি। ২০১০-এ তাঁকে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে বসপা বহিষ্কার করায় ভাই আফজলকে সঙ্গে নিয়ে কৌমি একতা দল গড়েন মুখতার। ২০১২-য় জয়ী হন মউ থেকে।
মায়াবতীর দলে যোগ দিয়ে ভোটের টিকিট মাফিয়া-রাজনীতিক মুখতারের
web desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 07:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -