চণ্ডীগড়: ধর্ষণ মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ। সোমবার তাঁর সাজা ঘোষণা করতে চলেছেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিংহ। রোহতকের সুনারিয়া জেলেই বসবে বিশেষ আদালত। সেখানে উড়িয়ে নিয়ে যাওয়া হবে বিচারপতিকে।
রাম রহিমের সাজা ঘোষণার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য সতর্ক প্রশাসন। পুলিশ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেরার প্রথমসারির নেতাদের হেফাজতে নিয়েছে। জেলের পাশাপাশি রোহতক শহরের সীমানায় বেশ কয়েকটি নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। রোহতকের আইজি নবদীপ ভির্ক নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর বলেছেন, ডেরার ঘাঁটিগুলি পুলিশের নিয়ন্ত্রণে। যে নেতারা লোকজনকে জড়ো করে অশান্তি পাকাতে পারেন, তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রোহতকের ডেপুটি কমিশনার অতুল কুমার বলেছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুলিশ ও আধাসেনা যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি। সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। বাইরে থেকে যাঁরা রোহতকে আসছেন, তাঁদের তল্লাশি করা হচ্ছে। যাঁরাই পরিচয়পত্র দেখাতে পারবেন না, তাঁদের আটক করা হবে। বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোহতকের পাশাপাশি চণ্ডীগড়েরও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সতর্ক প্রশাসন। হরিয়ানার ডিজিপি বি এস সান্ধু বলেছেন, শুধু সিরসাতেই এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। অন্য সব জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
আগামীকাল রাম রহিম ধর্ষণ মামলায় সাজা ঘোষণা, অশান্তি ঠেকাতে সতর্ক প্রশাসন
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2017 08:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -