নয়াদিল্লি: ইউপিএসসি-র প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্রে জায়গা পেল জিএসটি ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প।

রবিবার ছিল ইউপিএসসি সিভিল সার্ভিসেস-এর প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে, শাসক এনডিএ-র বিভিন্ন প্রকল্প যেমন-- ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনএসকিউএফ), বিদ্যাঞ্জলি যোজনা এবং স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন প্রশ্নপত্রে জায়গা পায়। আরেকটি প্রশ্ন ছিল—পণ্য পরিষেবা কর কার্যকর হলে সুবিধা কী হবে।

পরীক্ষার্থীদের সামনে যে অপশান্স বা বিকল্প দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল—এক, দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। অদূর ভবিষ্যতে ভারত চিনকে অতিক্রম করবে।  দুই, দেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমবে। ফলে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পাবে। তিন, একাধিক কর-ব্যবস্থা থেকে মুক্তি।