নয়াদিল্লি: 'ফাঁকা' বুলি দেওয়া বন্ধ করুন, মূল্যবৃদ্ধি ঠেকান, মানুষকে কাজ দিন। আর না পারলে ক্ষমতা ছাড়ুন! নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে ট্যুইট রাহুল গাঁধীর। আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে সোস্যাল মিডিয়ায় কিছুদিন ধরে সক্রিয়তা বাড়িয়ে দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। পাশাপাশি একাধিক জনসভায়ও বিমুদ্রাকরণ, জিএসটি, মূল্যবৃদ্ধি, বেকারি নিয়ে নিশানা করছেন কেন্দ্রের এনডিএ সরকারকে। তারই রেশ ধরে রেখে এদিন প্রধানমন্ত্রীকে চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন তিনি। ট্যুইটের সঙ্গে রান্নার গ্যাস ও আরও নানা পণ্যের দাম বৃদ্ধি সংক্রান্ত সংবাদপত্রের রিপোর্টও জুড়ে দিয়েছেন তিনি।