গতকালই এআইএডিএমকের বৈঠকে ঠিক হয়েছে, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন শশীকলা। ডিএমকে, কংগ্রেসের মতো দলগুলি এর প্রতিবাদ জানিয়েছে। এবার অশ্বিনও প্রতিবাদ জানালেন। তামিলনাড়ু বিধানসভায় ২৩৫ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে একজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে নির্বাচিত হন। বাকি ২৩৪ জনের কথাই উল্লেখ করেছেন অশ্বিন। কয়েকদিনের মধ্যেই ২৩৪ জনের চাকরি, শশীকলার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কটাক্ষ অশ্বিনের
Web Desk, ABP Ananda | 06 Feb 2017 02:00 PM (IST)
চেন্নাই: তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলার নামে ঘোষণার পর বিরোধী দলগুলির পাশাপাশি এবার প্রতিবাদে সামিল হলেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। ট্যুইটে তাঁর কটাক্ষ, খুব তাড়াতাড়ি ২৩৪ জনের চাকরির সুযোগ আসছে।