নয়াদিল্লি: প্রাক্তন টেরি প্রধান আর কে পচৌরির ওপর অবশেষে চেপে বসছে আইনের ফাঁস। এক প্রাক্তন মহিলা সহকর্মীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত পচৌরিকে শমন পাঠাল দিল্লির এক আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নোবেলজয়ী এই পরিবেশবিদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে, যৌন নির্যাতন সহ বেশ কয়েকটি ধারায় তদন্ত শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি যে অভিযোগকারিণীর প্রতি বেশ কয়েকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তাও পরিষ্কার। অভিযোগকারিণীর প্রতিবাদ সত্ত্বেও আপত্তিকরভাবে স্পর্শ করেছেন তাঁকে। আপত্তিকর এসএমএস ও হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন। পয়লা জুলাই আদালতে হাজিরা দিতে হবে তাঁকে।


পুলিশ এই ঘটনায় ১৪০০ পাতার যে চার্জশিট জমা দিয়েছে তাতে পচৌরির বিরুদ্ধে সাক্ষী হিসেবে ২৩জনের নাম করা হয়েছে, এঁদের মধ্যে বেশিরভাগই টেরির প্রাক্তন ও বর্তমান কর্মী। গত বছর ১৩ ফেব্রুয়ারি পচৌরির বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগে এফআইআর দায়ের করে পুলিশ। তখন থেকেই আগাম জামিনে রয়েছেন তিনি।