ট্রেন্ডিং

ম্য়াচ জিতলেই প্লে অফের কোয়ালিফায়ার ১ নিশ্চিত গিলদের, পাশা ওল্টাতে পারবেন ধোনিরা?

কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে তুলকালাম, বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ

’২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

'তুমি মরো না কেন?', স্বামীর গঞ্জনায় নিজেকে শেষ করলেন তরুণী, বিস্ফোরক অভিযোগ শ্বশুর-ননদের বিরুদ্ধে

ক্যালকাটা ক্লাবে তর্কের তুফান উঠল ক্যালকাটা ডিবেটিং সার্কেল নিবেদিত, বিতর্ক ২০২৫-এ-তে
'নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর', 'মন কি বাত'-এ বার্তা প্রধানমন্ত্রীর
রানওয়েতে খরগোশ, অল্পের জন্য দুর্ঘটনা এড়াল দুই বিমান
Continues below advertisement

আমদাবাদ: রানওয়ে থেকে খরগোশের দলকে সরানো যায়নি। ফলে টেক-অফ করতে গিয়েও শেষমুহূর্তে থমকে যায় একটি বিমান। পিছন থেকে ততক্ষণে চলে আসে আরও একটি বিমান। সেটিও ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রানওয়ে খালি না হওয়ায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি বিমান। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
আমদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে (এটিসি) ইন্ডিগো বিমানের পাইলট জানান, রানওয়ে খালি করে দেওয়া হয়েছে। এরপরেই স্পাইসজেটের দিল্লিগামী বিমানটিকে রানওয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু মুহূর্তের মধ্যেই এটিসি দেখতে পায়, ইন্ডিগোর বিমানটি দাঁড়িয়ে পড়েছে। বিমানটির একটি অংশ রানওয়েতে রয়ে গিয়েছে। এরপরেই স্পাইসজেটের বিমানটিকে থেমে যাওয়ার নির্দেশ দেয় এটিসি।
স্পাইসজেটের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন। রানওয়ে খালি না হওয়ায় এটিসি-র নির্দেশে শেষমুহূর্তে থেমে যেতে বাধ্য পাইলট। ইন্ডিগোর বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, সেটা জানা যায়নি। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুটি বিমানের মধ্যে যথেষ্ট ব্যবধান ছিল।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে