ইডি-র সমন এড়ালেন, রাবড়ি দেবী, তেজস্বীকে ফের তলব
Web Desk, ABP Ananda | 11 Oct 2017 08:30 PM (IST)
নয়াদিল্লি: অর্থপাচারের মামলার তদন্তে টানা তৃতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়ালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। আজ হাজিরা না দেওয়ার জন্য তিনি কোনও কারণও দেখাননি। তাঁর পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবশ্য মঙ্গলবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়। রাবড়ি ও তেজস্বীকে ফের সমন পাঠিয়েছে ইডি। তেজস্বীকে বৃহস্পতিবার এবং রাবড়িকে ১৬ তারিখ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থপাচারের অভিযোগে এ বছরের ৫ জুলাই প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পরিবারের লোকজন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। এর ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করে ইডি। এরপর তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী পি সি গুপ্তর স্ত্রী সহ কয়েকজনকে জেরা করেছে সিবিআই ও ইডি। তেজস্বী ও লালুর বয়ান রেকর্ড করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভুয়ো সংস্থার মাধ্যমে অর্থপাচারের অভিযোগের তদন্ত করছে ইডি।