নয়াদিল্লি: আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভূক্ত হবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন এই পাঁচ অত্যাধুনিক যুদ্ধবিমান। হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে ওই অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, রাজনাথ আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নেশনসের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাশিয়া যাবেন। সেখান থেকে প্রতিরক্ষামন্ত্রীর দেশে ফেরার পরই রাফালের অন্তর্ভূক্তিকরণ অনুষ্ঠান হবে।
সূত্রের খবর, আগামী ১০ সেপ্টেম্বর হবে অন্তর্ভূক্তিকরণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হবেন প্রতিরক্ষামন্ত্রী। ভারত ও ফ্রান্সের কৌশলগত বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিতে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। এই পাঁচ যুদ্ধবিমান বায়ুসেনার ১৭ গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অঙ্গ।
যে পাঁচটি যুদ্ধবিমান ভারতে পৌঁছেছে তার মধ্যে তিনটি সিঙ্গল সিটার ও দুটি ট্যুইন সিটার।
প্রায় ৬০ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের জন্য চুক্তি করেছে ভারত। এরজন্য ফরাসি সংস্থা ডসল্ট অ্যাভিয়েশনকে ইতিমধ্যেই বেশিরভাগ অর্থই চোকানো হয়ে গিয়েছে বলে খবর।
১০ সেপ্টেম্বর রাজনাথের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় সামিল হচ্ছে রাফাল, আমন্ত্রণ জানানো হবে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Aug 2020 02:19 PM (IST)
আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভূক্ত হবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন এই পাঁচ অত্যাধুনিক যুদ্ধবিমান।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -