নয়াদিল্লি: রাফাল নিয়ে কংগ্রেসের দাবি ওড়ালেন গোয়ার মন্ত্রী বিশ্বজিত্ রানে। রাফাল ইস্যুতে তাঁরই কথোপকথনের অডিও টেপ বলে দাবি করে একটি অডিও প্রকাশ করে কেন্দ্রের মোদি সরকারকে আজ টার্গেট করেছে কংগ্রেস। বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি পাঠিয়ে রানের দাবি, রাফাল ইস্যু নিয়ে কখনও কারও সঙ্গে কোনও আলোচনা করেননি তিনি। অডিওটিকে ‘সাজানো’ তকমা দিয়ে তিনি রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টি তদন্ত করে দেখার দাবি করেছেন বলে অমিত শাহকে জানিয়েছেন রানে।
কংগ্রেস ‘জাল’ ভিডিও হাজির করে তাঁকে মিথ্যা রাফাল বিতর্কে জড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, রানে বলেছেন, আমি মুখ্যমন্ত্রী মনোহর রানেকেও চিঠি দিয়েছি, তাঁকে বলেছি, পুরো বিষয়টির পিছনে যে খারাপ লোকজন রয়েছে, তাদের উন্মোচিত করতে অবিলম্বে পুলিশি তদন্ত করুন, ফৌজদারি তদন্ত করুন। রানে চিঠিতে লিখেছেন, মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাই, কেউ একজন শয়তানি করছে। এ ব্যাপারে তদন্ত চালিয়ে যারা চক্রান্তের পিছনে আছে, তাদের জনসমক্ষে উন্মোচিত করতে হবে।
ঘটনাচক্রে রানে আগে কংগ্রেসই ছিলেন। ২০১৭-র গোয়া বিধানসভা ভোটের পর তিনি বিজেপিতে যোগ দেন, মন্ত্রীও হন। আমি বিজেপিতে যোগ দেওয়ার দিন থেকেই কংগ্রেস আমায় টার্গেট করেছে, আমায় বড় বিপদ মনে করে বলে মন্তব্য করেন তিনি।

কংগ্রেস আজ একটি অডিওটেপ প্রকাশ করে দাবি করে, তাতে কারও সঙ্গে রানের ফোনে কথাবার্তা টেপ করা রয়েছে, যেখানে রানেকে বলতে শোনা যাচ্ছে যে, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে পর্রীকর দাবি করেছেন, রাফাল সংক্রান্ত যাবতীয় নথির ফাইল তাঁর বেডরুমে আছে। পর্রীকরের বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস প্রশ্ন করে, এজন্যই কি যৌথ সংসদীয় কমিটির তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না।