নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিয়েছে অরবিন্দ কেজরীবালের দল। রাজন সেই প্রস্তাব বিবেচনা করছেন বলে সূত্রের খবর।
২০১৪-তে দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল আম আদমি পার্টি (আপ)। সেই সুবাদে সংসদের উচ্চকক্ষে তিনজন সদস্য পাঠাতে পারবে আপ। ওই সদস্যদের মেয়াদ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। দলীয় সূত্রে খবর, কেজরীবাল রাজ্যসভার সদস্য হিসেবে তিনটি আসনেই দলের কোনও নেতার পরিবর্তে বিশিষ্ট ব্যক্তিদের বেছে নিতে আগ্রহী।
মনমোহন সিংহর আমলে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছিলেন রাজন। কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় তাঁর কার্যকালের মেয়াদ আর বাড়ানো হয়নি। বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি।
উল্লেখ্য, আপের গুরুত্বপূর্ণ নেতা কুমার বিশ্বাস দলের রাজ্যসভা সাংসদ হিসেবে নির্বাচিত হতে আগ্রহী। সেই আগ্রহের কথা গোপনও করেননি তিনি। একটি সাক্ষাত্কারে বিশ্বাস বলেছেন, তিনিও মানুষ, তাঁরও উচ্চাকাঙ্খা রয়েছে। কিন্তু বিশ্বাস বিজেপি শিবিরে ভিড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। কিন্তু অতীতে বারেবারেই এ ধরনের জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি।
রঘুরাম রাজনকে রাজ্যসভার সাংসদ করতে পারে আম আদমি পার্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2017 11:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -