স্বাধীনতা দিবসে রহমানের সুরের মাদকতায় ভাসল রাষ্ট্রপুঞ্জ
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 11:19 AM (IST)
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে রাষ্ট্রপুঞ্জে সুরের মুর্চ্ছনায় সকলকে মুগ্ধ করলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রহমানের ‘জয় হো’ ধ্বনিতে ভাসল জেনারেল অ্যাসেম্বলি হল। ৭০ তম স্বাধীনতা দিবসে কিংবদন্তী কন্নড় সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর গান ও সুফি সঙ্গীতে শ্রোতাদের মাতিয়ে তুললেন তিনি। শুভলক্ষ্মীর পর রহমানই দ্বিতীয় ভারতীয়, যিনি রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলি হলে পারফর্ম করলেন। শুভলক্ষ্মীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই এই কনসার্টটির আয়োজন করা হয়েছিল। তাছাড়াও এই বছর শুভলক্ষ্মীর রাষ্ট্রপুঞ্জে অনুষ্ঠান করার ৫০ বছর পূর্তি হল। প্রথম ভারতীয় হিসেবে ১৯৬৬ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপুঞ্জে পারফর্ম করেছিলেন তিনি। প্রায় তিন ঘন্টার অনুষ্ঠানে আদ্যপ্রান্ত ভারতীয় সাবেকী পোশাকে হাজির হয়েছিলেন রহমান। তিনি এবং তাঁর গোটা মিউজিক্যাল ট্রুপ ‘এ আর রহমান ফাউন্ডেশন’ সুরের জাদুতে মাতিয়ে দেয় সকলকে। রহমানের দুই বোনও তাঁর সঙ্গে পারফর্ম করেন। কনসার্টের শেষে বিশ্বজুড়ে শান্তিরক্ষার আবেদন জানান রহমান। বলেন, হানাহানি করে কখনও সমস্যার সমাধান হয় না।