রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকরা যখন রাহুলকে এই ট্যুইটের বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি মজার ছলে জবাব দেন, ‘আমাকে বানান দেখতে হবে। গতকাল সংসদে অরুণ জেটলি বলেছিলেন, আমরা প্রতিরক্ষা চুক্তির দাম প্রকাশ করিনি। আমরা দেখিয়ে দিলাম, সেটা করেছি। তাই তাঁকে আর অন্য কী বলব! কারণ তিনি সত্যি কথা বলছেন না।’ গত বছরের ডিসেম্বরেও ট্যুইট করে অর্থমন্ত্রীকে ‘জেটলাই’ বলেছিলেন রাহুল। এর জন্য তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন বিজেপি সাংসদ ভূপেন্দর যাদব। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সেই নোটিস লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তবে রাহুল আজ বুঝিয়ে দিলেন, এতে তিনি দমে যাননি। ফের ‘জেটলাই’ সম্বোধন, রাফালে নিয়ে অর্থমন্ত্রীকে আক্রমণ রাহুলের
Web Desk, ABP Ananda | 09 Feb 2018 09:38 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ‘জেটলাই’ সম্বোধন করা নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিসের পরেও আজ ফের সেই সম্বোধনই করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইট করে রাফালে যুদ্ধবিমানের চুক্তি প্রসঙ্গে জেটলিকে আক্রমণ করেছেন রাহুল। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘শ্রী জেটলাই, আপনি বলেছিলেন, ইউপিএ প্রতিরক্ষা বিষয়ক ক্রয়ের হিসেব দেয়নি। আপনার সেই মিথ্যা ভুল প্রমাণ করার জন্য ইউপিএ আমলে সংসদে যে তিনটি জবাব দেওয়া হয়েছিল, সেটা প্রকাশ করলাম। এবার প্রতিটি রাফালের দাম জানাতে বলুন প্রতিরক্ষামন্ত্রীকে।’