রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকরা যখন রাহুলকে এই ট্যুইটের বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি মজার ছলে জবাব দেন, ‘আমাকে বানান দেখতে হবে। গতকাল সংসদে অরুণ জেটলি বলেছিলেন, আমরা প্রতিরক্ষা চুক্তির দাম প্রকাশ করিনি। আমরা দেখিয়ে দিলাম, সেটা করেছি। তাই তাঁকে আর অন্য কী বলব! কারণ তিনি সত্যি কথা বলছেন না।’
গত বছরের ডিসেম্বরেও ট্যুইট করে অর্থমন্ত্রীকে ‘জেটলাই’ বলেছিলেন রাহুল। এর জন্য তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন বিজেপি সাংসদ ভূপেন্দর যাদব। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সেই নোটিস লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তবে রাহুল আজ বুঝিয়ে দিলেন, এতে তিনি দমে যাননি।