রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া দলের রক্তে জোয়ার আনবে, মত খুরশিদের
Web Desk, ABP Ananda | 20 Sep 2017 09:03 PM (IST)
হায়দরাবাদ: রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি হলে দলে সেটি ‘অ্যাড্রিনালিন শট’ হিসেবে কাজ করবে বলে মনে করছেন প্রবীণ নেতা সলমন খুরশিদ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, দলে সাংগঠনিক রদবদলের পরেও কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সম্প্রতি কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি বলেছেন, আগামী মাসেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রাহুল নিজেও বলেছেন, দল যদি তাঁকে সভাপতি হতে বলে, তাহলে তিনি সেই দায়িত্ব নিতে রাজি। এ প্রসঙ্গে খুরশিদ বলেছেন, ‘এটা সাংগঠনিক দিক থেকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটা দলকে অ্যাড্রিনালিন শট দেবে। যে কোনও দেশে যে কোনও সংগঠনে নতুন কেউ দায়িত্বে এলে নতুন আশার সঞ্চার হয়। দলের সংখ্যাগরিষ্ঠ অংশের মতে, রাহুলের সভাপতি হওয়া উচিত। এর ফলে দলের কর্মীরা উজ্জীবিত হবেন। তরুণ নেতা রাহুল নিজের মতো কাজ করতে পারবেন।’