নয়াদিল্লি: ২৮ জানুয়ারি নতুন বছরের প্রথম 'মন কি বাত'। তার প্রাক্কালে দেশবাসীর কাছে আইডিয়া চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নিয়ে তিনি 'মন কি বাত'-এ বলতে পারেন। তারপরই তাঁর কাছে কর্মসংস্থানের আয়োজন, ডোকলামে চিনের মোকাবিলা, হরিয়ানায় ধর্ষণ বন্ধে কী করছেন, প্রশ্ন ছুঁড়ে দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির ট্যুইট, মন কি বাতে স্বগতোক্তি করার জন্য আপনি কিছু আইডিয়া চেয়েছেন, তাই জানতে চাইছি, যুবকদের হাতে কীভাবে কাজ দেবেন, সে ব্যাপারে কী ভেবেছেন। চিনাদের ধোকালাম থেকে বের করে দেবেন কী করে, হরিয়ানায় ধর্ষণ রুখবেন কী উপায়ে, জানান। সম্প্রতি হরিয়ানায় ধর্ষণ সহ মহিলাদের ওপর যৌন হিংসা মারাত্মক বেড়ে যাওয়ায় তীব্র নিন্দা, সমালোচনার মুখে পড়েছে হরিয়ানায় মনোহর লাল খট্টারের বিজেপি সরকার। মোদী আজ ট্যুইট করেন, মন কি বাতের জন্য আপনাদের তথ্য, গভীর ভাবনাচিন্তায় ভরা আইডিয়া পড়া সবসময় দারুণ আনন্দের ব্যাপার। ২৮ জানুয়ারি প্রথম ২০১৮-র মন কি বাত-এর জন্য আপনাদের কী কী প্রস্তাব আছে, জানান। নরেন্দ্র মোদী মোবাইলে অ্যাপে জানার অপেক্ষায় রয়েছি।