নয়াদিল্লি: পেট্রল, ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে আজ কর্নাটকের কোলারে তিনি এর প্রতিবাদ করবেন বলে জানালেন রাহুল গাঁধী। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, মোদী সরকার পেট্রপণ্যের ওপর ১০ লক্ষ কোটি টাকা কর সংগ্রহ করলেও মানুষকে দাম কমিয়ে কোনও সুরাহা দিচ্ছে না।
BJPReducePetrolPrices' হ্যাশট্যাগ ব্যবহার করে রাহুল লিখেছেন, ২০১৪ থেকে পেট্রল, রান্নার গ্যাস, ডিজেলে ১০ লক্ষ কোটি টাকা কর তুলেছে। তবুও দেশবাসীর লাভ হয়নি। দাম কমেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে জ্বালানির দাম সংক্রান্ত সত্যিটা তুলে ধরেছে এই ভিডিও।




ট্যুইটে কংগ্রেস সভাপতি এও লিখেছেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ৪ বছরে ৬৭ শতাংশ পর্যন্ত কমেছে। তা সত্ত্বেও মোদী জমানায় দেশে পেট্রল, ডিজেলের দাম আকাশ ছুঁতে চলেছে। এদিকে সরকার অচ্ছে দিন আনার কথা শোনালেও এ নিয়ে তারা নীরব। বিজেপি নিষ্ঠুর। জ্বালানির নাম করেও লুঠ করছে। বিরোধী আসনে থাকার সময় বিজেপির কোন নেতা জ্বালানির দামের ব্যাপারে কী বলেছিলেন, তাও রয়েছে ভিডিওতে।