নয়াদিল্লি: লোকপাল প্রতিষ্ঠান গড়ার আইন চালু হওয়ার পর চার বছর অতিক্রান্ত, কিন্তু কেন লোকপাল নিয়োগে বিলম্ব অব্যাহত, প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গাঁধীর। '#FindingLokpal' হ্যাশট্যাগ ব্যবহার করে কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, ৪ বছর কেটে গেল, কিন্তু লোকপাল এল না। লোকে একটাই প্রশ্ন করছে, আর কতদিন আপনি মিথ্যার ভেরি বাজিয়ে যাবেন? খোঁচা দিয়ে তিনি ট্যুইট করেন, 'গণতন্ত্রের রক্ষাকর্তারা' আর 'দায়বদ্ধতার বার্তাবাহকরা' শুনছেন কি?





২০১৩-র লোকপাল ও লোকায়ুক্ত আইনে সরকারি অফিসার, আমলা, কর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যে বিশেষজ্ঞ নিযুক্ত হওয়ার কথা।
২০১৩ সালে কেন্দ্রে যখন কংগ্রেস-ইউপিএ সরকার ক্ষমতায় এবং তিনি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী, সে সময় নরেন্দ্র মোদীর করা একটি ট্যুইটেরও উল্লেখ করেন রাহুল। মোদী সেই ট্যুইটে লেখেন, লোকপাল বিল পাশ করাতে সুষমা স্বরাজ ও অরুণ জেটলির নেতৃত্বে বিজেপি সাংসদদের সক্রিয়, ইতিবাচক ভূমিকায় ভীষণ গর্বিত।
২০১৩ সালেই সংসদে গৃহীত হয় লোকপাল বিল, কিন্তু দুর্নীতি-বিরোধী কর্তা নিয়োগও গত ৪ বছর ধরে নানা পদ্ধতিগত জটিলতায় আটকে রয়েছে।