২০১৩-র লোকপাল ও লোকায়ুক্ত আইনে সরকারি অফিসার, আমলা, কর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যে বিশেষজ্ঞ নিযুক্ত হওয়ার কথা।
২০১৩ সালে কেন্দ্রে যখন কংগ্রেস-ইউপিএ সরকার ক্ষমতায় এবং তিনি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী, সে সময় নরেন্দ্র মোদীর করা একটি ট্যুইটেরও উল্লেখ করেন রাহুল। মোদী সেই ট্যুইটে লেখেন, লোকপাল বিল পাশ করাতে সুষমা স্বরাজ ও অরুণ জেটলির নেতৃত্বে বিজেপি সাংসদদের সক্রিয়, ইতিবাচক ভূমিকায় ভীষণ গর্বিত।
২০১৩ সালেই সংসদে গৃহীত হয় লোকপাল বিল, কিন্তু দুর্নীতি-বিরোধী কর্তা নিয়োগও গত ৪ বছর ধরে নানা পদ্ধতিগত জটিলতায় আটকে রয়েছে।