বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করেছেন মোদী, এপ্রিলে চিন সফরের কথা উল্লেখ করে দাবি রাহুলের
Web Desk, ABP Ananda | 13 Jul 2018 05:46 PM (IST)
নয়াদিল্লি: এ বছরের এপ্রিলে চিন সফরে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে ট্যুইটে দাবি করেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কোনও অ্যাজেন্ডা ছাড়াই চিন সফরের পিছনে চিনের গোপন অ্যাজেন্ডা ছিল। সেটা এখন জানা যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী যেমন করছেন, ভারতের ইতিহাসে এর আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করেননি। এটাই বিজেপি-র জাতীয়তাবোধের পূর্ণ প্রদর্শনী।’ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, সেনাবাহিনী আর্থিক সমস্যার কারণে চিনের মোকাবিলা করার জন্য বিশেষ বাহিনী গড়ার কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। সে কথা উল্লেখ করেই মোদীকে আক্রমণ করেছেন রাহুল। চিনের উহান শহরে দু’দিনের অনানুষ্ঠানিক সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেই সময় রাহুল দাবি করেছিলেন, কোনও অ্যাজেন্ডা ছাড়াই চিন সফরে গিয়েছেন মোদী। ফের এ বিষয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি।