নয়াদিল্লি: গত চার বছরে একবারও সাংবাদিক বৈঠক না করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আজ বেঙ্গালুরুতে আঞ্চলিক ও জাতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক উপভোগ করেছি। সেখানে তিলধারণের জায়গা ছিল না। সময়ের অভাবে সবাই প্রশ্ন করতে পারেননি। এর জন্য আমি দুঃখিত। তবে প্রধানমন্ত্রী যেমন চার বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি, আমি সেরকম করব না। অনেক বেশি সাংবাদিক বৈঠক করব।’ ট্যুইটারে বেঙ্গালুরুর সাংবাদিক বৈঠকের কয়েকটি ছবিও পোস্ট করেছেন রাহুল।



কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালাও আজ ট্যুইট করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তাঁর প্রশ্ন, ‘ কর্ণাটকের মানুষ দুর্নীতি নিয়ে যে প্রশ্ন করছেন, আপনি (প্রধানমন্ত্রী) কি তার জবাব দেওয়ার সাহস দেখাতে পারবেন?’ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেছেন সূরজেওয়ালা।