বিজাপুর (কর্নাটক): গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।


রবিবার ভোট আসন্ন কর্নাটকে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, আমি যখন গুজরাতে প্রচার করছিলাম, মানুষের থেকে জানতে পারি, ওই রাজ্যে পড়াশোনার খরচ অত্যন্ত বেশি। গুজরাতের বড় বড় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি শিল্পপতিদের অর্থে চলে।


এদিন প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন প্রকল্পকে কটাক্ষ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া, সিট ডাউন ইন্ডিয়া, স্ট্যন্ড আপ ইন্ডিয়া, সি রাইট ইন্ডিয়া শুরু করেছেন। অথচ, বাজারে মেলা সব পণ্যই চিনে তৈরি।


কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি আরও জানান, কৃষক ঋণ মকুব নিয়ে এখনও তাঁর প্রশ্নের কোনও জবাব দেননি মোদী। বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষক ঋণমকুব করার আর্জি জানিয়েছিলাম। বলেছিলাম, শিল্পপতিদের মতো কৃষকদেরও ঋণ মকুব করুন। মোদীজি আমার প্রশ্নের জবাব দেননি।


উল্টে কৃষকদের ঋণ মকুব করার জন্য তিনি কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ভূয়সী প্রশংসা করেন। বলেন, রাজ্য প্রশাসন কৃষকদের সুবিধার্থে ৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে। রাহুলের দাবি, তিন একই প্রশ্ন সিদ্দারামাইয়াকে করেন। জবাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ৮ হাজার কোটি টাকা মকুব করা হবে।


রাহুল যোগ করেন, কর্নাটক সরকার ‘ভর্তুকিযুক্ত শিক্ষাদান’ এবং মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকে। কংগ্রেস সভাপতির অভিযোগ, গরিব কৃষকদের পকেট থেকে টাকা ছিনতাই হয়ে তা চলে গিয়েছে ’১০ শিল্পপতির’ পকেটে।


আক্রমণ জারি রেখে, রাহুলের কটাক্ষ, মোদী বলেছিলেন, সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়বে। এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী কি কোনও অ্যাকাউন্টে ১০ টাকাও জমা করতে পেরেছেন? তাঁর মতে, পরের বার যখন প্রধানমন্ত্রী কর্নাটকে প্রচারে আসবেন, তাঁকে প্রশ্ন করা উচিত, মুখে যা বলেন তা কাজে করে দেখান কি?