নয়াদিল্লি: ‘একটি দিনে একটি প্রশ্ন’—প্রচারপর্বকে এগিয়ে নিয়ে গিয়ে এবার কৃষকদের দুরবস্থা সংক্রান্ত প্রশ্ন করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন রাহুল গাঁধী।

নরেন্দ্র মোদীর উদ্দেশে এদিন টুইটারে তাঁর নবম প্রশ্ন করেন কংগ্রেস সহ-সভাপতি। বলেন, না ঋণমকুব, না উৎপাদনের ন্যায্যমূল্য। না শস্য বিমার সুবিধা না টিউবওয়েল—কৃষকরা কিছুই পাননি।

https://twitter.com/OfficeOfRG/status/938603136955990016

এদিন ফের প্রধানমন্ত্রীকে ‘গব্বর’ বলে কটাক্ষ করেন রাহুল গাঁধী। বলেন, গব্বর সিংয়ের জন্য কৃষি প্রভাবিত। জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং (অন্নদাতা) কৃষকদের বেকার করা হচ্ছে। প্রধানমন্ত্রী সাহেবের ব্যাখ্যা করা উচিত, কেন কৃষকদের সঙ্গে এই বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।

এর আগে, কেন্দ্রের জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাহুল গাঁধী। চলতি প্রশ্নপর্বে কংগ্রেসের আক্রমণের মূল কেন্দ্র হল ‘২২ সালের হিসেব, গুজরাত চাইছে জবাব’। মূলত, আসন্ন গুজরাত নির্বাচনকে মাথায় রেখেই প্রশ্নের মাধ্যমে আক্রমণের পন্থা অবলম্বন করেছে কংগ্রেস।