নয়াদিল্লি: রোড শো-য়ে তাঁকে নিশানা করে জুতো ছোঁড়ার ঘটনায় আরএসএস-বিজেপির হাত থাকার ইঙ্গিত করলেন রাহুল গাঁধী। তিনি এমন ঘটনায় ভয়ে সিঁটিয়ে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। বলেছেন, যত খুশি জুতো ছুঁড়ে মারতে পারেন আমায়। আমি কিন্তু পালাব না।


ঘটনার পর রাহুল বিজেপি, আরএসএস কর্মীদের নিশানা করে বলেন,  আপনারাই রাগ দেখাচ্ছেন। এটা আপনাদেরই দুর্বলতা। তবে আপনারা আমার প্রতি ক্রোধ দেখালেও আমি সেরকম করব না। আপনারা আমায় জুতো ছুঁড়ে মেরেছেন। আমি সেটা মনে রাখছি না। আমি ভয় পাচ্ছি না।

তিনি এও বলেন, জুতো ছুঁড়ে মারার ঔদ্ধত্য, ঘৃণা আপনাদের থাক। আমার ভিতরে কিন্তু স্নেহ, ভালবাসা, প্রেমই থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ।

এদিকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর রাহুলকে জুতো ছুঁড়ে মারার তীব্র নিন্দা করে বলেছেন,  জুতো, কালি ছুঁড়ে মারাটা ঠিক কাজ নয়। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রগুলির অন্যতম। এখানে খোলামেলা পরিবেশ আছে। বাকস্বাধীনতা আছে। সুতরাং সোস্যাল মিডিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে মতামত জানানো যেতে পারে। বিক্ষোভ, প্রতিবাদে বাস জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করারও তীব্র বিরোধিতা করেন তিনি।

তবে  অনুরাগের দল কিন্তু রাহুলের প্রতিক্রিয়ার পাল্টা তাঁকে দুষেছে। রাহুল জুতো ছোঁড়ার ঘটনায় বিজেপি-আরএসএসকে দায়ী করায় পাল্টা বিজেপি বলেছে, রাহুল যেন ‘সস্তার রাজনীতি’ না করেন। তিনি বরং ডাক্তার দেখান। বিজেপি জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা বলেন, আমরা জুতো ছুঁড়ে মারার কঠোর নিন্দা করি, আরও বেশি নিন্দা করি কোনও কারণ ছাড়াই আপনার (রাহুল) সব কিছুর দায়  আরএসএসের ওপর চাপানোর। এতে আপনার চরম মানসিক দীনতাই প্রকট হচ্ছে। আমাদের পরামর্শ, ভাল একটা ডাক্তার দেখান।