নয়াদিল্লি: উরি হামলার সরাসরি পাকিস্তানকে দায়ী করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। মঙ্গলবার রাহুল বলেন, উরির জঙ্গি হামলার পুরো দায় পাকিস্তানের। উরিতে পাকিস্তান যা করেছে তার তীব্র নিন্দা করছি।

একইসঙ্গে, হামলার জন্য বর্তমান মোদী সরকারের পাকিস্তান-নীতিকেও দায় করেন তিনি। রাহুল জানান, সরকারের ভুল রাজনীতির মাশুল দিতে হল এতজন জওয়ানকে।

তিনি বলেন, ইউপিএ সরকার ৯ বছর ধরে সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রসাস করে গিয়েছে। অথচ, বিজেপি-পিডিপি’র নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীরের বর্তমান সরকার জঙ্গিদের ‘মুক্তাঞ্চল’ দিয়েছে।

রাহুলের অথিযোগ, কাশ্মীর নিয়ে কেন্দ্রের কোনও সঠিক নীতি না থাকার ফলেই এত হামলা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকেও একহাত নেন। বলেন, শুধু বিদেশ সফর করলে জাতীয় নিরাপত্তা বাড়বে না।

রাহুলের মতে, এটা অত্যন্ত গম্ভীর বিষয়। এদিন টুইটারে মোদীকে উদ্দেশ্য করে রাহুল লেখেন, সেলফি ও সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখলেই কাশ্মীর কৌশল স্থির হবে না।

যদিও, রাহুল এ-ও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে কোনও সদর্থক পদক্ষেপে কেন্দ্রকে সমর্থন করবে কংগ্রেস। তিনি বলেন, কেন্দ্রকে যথাসম্ভব সহায়তা করবে দল।