চটিলা (গুজরাত): বর্তমানে ভারতীয় অর্থনীতির বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার মন্তব্যকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, নির্দিষ্ট কয়েকজনকে সুবিধা পাইয়ে দিলেও, সাধারণ মানুষের সমস্যার দিকে নজর দিচ্ছে না কেন্দ্র। বিজেপি নেতারা ভয়ে মুখ খুলছেন না।
একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে যশবন্ত লিখেছেন, ‘অর্থমন্ত্রী যেভাবে অর্থনীতির তালগোল পাকিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে যদি আমি মুখ না খুলি, তাহলে জাতীয় কর্তব্য পালন করা হবে না।’
গুজরাত সফররত রাহুল সুরেন্দ্রনগর জেলার চটিলায় বলেছেন, ‘আজ আমি যশবন্ত সিনহার লেখা একটি প্রতিবেদন পড়লাম। তিনি প্রবীণ বিজেপি নেতা। তিনি লিখেছেন, মোদীজি আর জেটলিজি ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। এটা আমার বক্তব্য নয়। এটা একজন বিজেপি নেতার মতামত।তিনি আরও লিখেছেন, যদিও বিজেপি নেতারা জানেন যে আমাদের দেশ গভীর সঙ্কটে, মোদীজির ভয়ে তাঁরা কেউ মুখ খুলছেন না।’
রাহুল আরও বলেছেন, কৃষক, যুবসমাজ, শ্রমিক, ব্যবসায়ী ও মহিলারাই দেশ চালান। অথচ বিজেপি সরকার তাঁদের কথা শোনে না। এই সরকার শুধু ব্যবসায়ীদের কথা শুনে তাঁদের মনের কথা নাগরিকদের শোনায়।
যশবন্ত সিনহার মন্তব্যকে হাতিয়ার করে মোদী, জেটলিকে তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2017 06:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -