নয়াদিল্লি: নোটকাণ্ডে এবার নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ জানালেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির দাবি, কীসে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী? সাহস থাকলে সংসদের বিতর্কে অংশগ্রহণ করুন।


নোট বাতিল ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন থেকেই মোদী সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা। এই প্রসঙ্গে, কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবিও তুলে আসছে তারা।


শুক্রবার, সংসদ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গাঁধী জানান, ডিমোনেটাইজেশনের ফলে মানুষ হয়রান হচ্ছেন, আর প্রধানমন্ত্রী কখনও হাসছেন (জাপান সফরে গিয়ে) তো আবার কখনও আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তিনি বলেন, এবার দেখা যাক, লোকসভায় এলে তাঁর কোন অনুভূতি দেখা যায়।


রাহুলের অভিযোগ, সবচেয়ে বড় ইস্যু হল, প্রধানমন্ত্রী বিতর্কের সময় লোকসভায় উপস্থিত থাকছেন না। এই প্রসঙ্গে, তিনি মোদীকে লোকসভার বিতর্কে উপস্থিত হওয়ার চ্যালেঞ্জ জানান। কংগ্রেস সহ-সভাপতি বলেন, প্রধানমন্ত্রী লোকসভায় বসতেই চাইছেন না। আমাদের বলতে দেওয়া হচ্ছে না। তাঁর প্রশ্ন, আপনি (মোদী) কিসে ভয় পাচ্ছেন?


এখানেই থামেননি রাহুল গাঁধী। সনিয়া-তনয় আরও জানান, মোদী লোকসভায় এলে পরিষ্কার হয়ে যাবে, ৮ তারিখ নেওয়া সিদ্ধান্তের কথা তিনি কাকে আগাম জানিয়েছিলেন। রাহুলের কটাক্ষ, ‘দুধ কা দুধ, পানি কা পানি হো জায়েগা।’