কর্নাটকে চারদিনের প্রচারে থাকা রাহুল রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পার কটাক্ষের জবাব দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। ইয়েদুরাপ্পা ট্যুইটে তাঁকে 'ইলেকশন হিন্দু' বলে কটাক্ষ করে বলেছিলেন, ওনাকে বেল্লারিতে স্বাগত। কংগ্রেস সভাপতি আমাদের কংগ্রেসমুক্ত কর্নাটকের স্বপ্ন পূরণ করবেন।
রাহুলের মন্দিরে দর্শন শুরু হয়েছিল গুজরাত বিধানসভা ভোটের প্রচার থেকে। বিজেপি বলেছিল, এটা ভোট টানার কৌশল।
তবে তারপরও কংগ্রেস সভাপতি উত্তর কর্নাটক সফরে সেখানকার বিখ্যাত হুলিগাম্মা মন্দিরে গিয়েছেন, লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রিয় গাভি সিদ্ধেশ্বর মঠও পরিদর্শন করেন। রায়চুরে আজ এক দরগায়ও যান।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইয়েদুরাপ্পা বলুন, কেন রাজ্যে বিজেপি জমানার মন্ত্রীদের জেলে যেতে হয়েছে। মোদীজী এখানে এসে দুর্নীতি নিয়ে বললেন। আর ইয়েদুরাপ্পা এমন একজন যিনি জেলে ঢুকেছেন, বেরিয়ে এসেছেন। ইয়েদুরাপ্পা, মোদীজী যখন দুর্নীতি বিরোধী কথা বলবেন, ওনাদের বলতে হবে, বিজেপি আমলে চার মন্ত্রীকে জেলে যেতে হয়েছিল, ইয়েদুরাপ্পারও জেল হয়েছিল, ১১ মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছিল। ওঁরা ব্যাখ্যা করুন।