ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়ে কংগ্রেসের প্লেনারির আগে স্টিয়ারিং কমিটি গঠন রাহুলের
Web Desk, ABP Ananda | 16 Feb 2018 08:38 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেসের আসন্ন প্লেনারির আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি) ভেঙে দিলেন সভাপতি রাহুল গাঁধী। এর বদলে তিনি ৩৪ দলের স্টিয়ারিং কমিটি গঠন করলেন। সনিয়া গাঁধী, মনমোহন সিংহ সহ সিডব্লুসি-র সব সদস্যই স্টিয়ারিং কমিটিতে জায়গা পেয়েছেন। তবে অমরিন্দর সিংহ, বিলাস মুত্তেমবর, আর কে ধবন, শিবাজিরাও দেশমুখ, এম ভি রাজশেখরণ, মহসিনা কিদোয়াইয়ের মতো স্থায়ী আমন্ত্রিত সদস্য এবং সব বিশেষ আমন্ত্রিত সদস্য বাদ পড়েছেন। কংগ্রেস সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী বলেছেন, ‘দলীয় সংবিধানের ১৫ (৭) অনুচ্ছেদ অনুসারে আসন্ন প্লেনারি সম্মেলনের আগে স্টিয়ারিং কমিটি গঠন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দলের ওয়ার্কিং কমিটির বদলে স্টিয়ারিং কমিটিই কাজ করবে। আগামীকাল বিকেল চারটেয় দলীয় সদর দফতরে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক হবে।’