নয়াদিল্লি: রাহুল গাঁধী ভয় পাচ্ছেন, পাছে শ্যালক রবার্ট বঢরার বিরুদ্ধে ব্যবস্থা নেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্য 'বুকের পাটা' নেই তাঁর। কংগ্রেস সহ সভাপতিকে কটাক্ষ অরবিন্দ কেজরীবালের।


রাহুল লোকসভায় মোদীর 'ব্যক্তিগত দুর্নীতি'র বিস্তারিত তথ্যপ্রমাণ ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মুখ খুললে ভূমিকম্প হবে, এমন মন্তব্যও করেছেন। সে ব্যাপারেই দিল্লির আমআদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, মোদীজী সম্পর্কে কিছু ফাঁস করার হিম্মতই নেই রাহুলের। যেদিন রাহুল মুখ খুলবেন, রবার্ট বঢরাকে গ্রেফতার করবেন মোদী।
দু দিন আগেই রাহুলকে প্রকাশ্যে আহ্বান জানিয়ে কেজরীবাল বলেন, নথিপ্রমাণ হাতে থাকলে কেন মোদীর দুর্নীতি জনসমক্ষে উন্মোচিত করছেন না উনি! একইসঙ্গে দাবি করেন, আসলে কংগ্রেস, বিজেপি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলছে। কেউ একে অপরকে ঘাঁটাতে চায় না।
ই ওয়ালেট কোম্পানি পেটিএমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা করায় সিবিআইকেও তুলোধনা করেন তিনি। পেটিএমের দাবি, কয়েকজন খদ্দের তাদের সঙ্গে প্রতারণা করেছে, ৬.১৫ লক্ষ টাকা লোকসান হয়েছে তাদের। এই অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে সিবিআইয়ের মামলা নিয়ে কেজরীবালের কটাক্ষ, মোদীজী পেটিএমের বিজ্ঞাপনে রয়েছেন। তিনি এখন পেটিএমের ওয়ালেটে। পেটিএমের নির্দেশ অগ্রাহ্য করার সাহস নেই সিবিআইয়ের। একমাত্র কেন্দ্রীয় সরকার রেফার করেনি বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ দেয়নি, তা সত্ত্বেও সিবিআইয়ের মামলা করাটা বেনজির ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।