নয়াদিল্লি:  বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে দুটি হাইপ্রোফাইল ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এফআইআর জমা পড়ে। কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী এবং দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ দায়ের করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। এরপরই সাইবার দমন শাখা শুরু করে তদন্ত। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, হ্যাকাররা বেঙ্গালুরুর সার্ভার ব্যবহার করেছিল রাহুল গাঁধীর অ্যাকাউন্টে লগ ইন করতে। তবে যে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়েছে হ্যাকিংয়ের জন্যে সেটা নরওয়ে বা সুইডেন-এর।


কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা গতকাল সাইবার দমন শাখায় ইমেল হ্যাকের দুটি অভিযোগ দায়ের করেন। রাহুলের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল বুধবার রাতে। কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ হ্যাকড হয় বৃহস্পতিবার সকালে।

কংগ্রেসের সার্ভার থেকে হ্যাকারদের নাগাল পায় সাইবার বিশেষজ্ঞরা।

হ্যাকাররা কংগ্রেস সহ সভাপতি এবং দলের অফিসিয়াল টুইটার পেজ হ্যাক করে সেখানে বিভিন্ন অবমাননাকর বার্তা টুইট করে। তবে এধরনের ঘটনার থেকে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষা নেওয়া উচিত্ বলে মন্তব্য করেন কং মুখপাত্র। তাঁর দাবি, দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা যে এখনও সেভাবে শক্ত নয়, এই ঘটনাও তার জ্বলন্ত প্রমাণ। সেখানে কীভাবে অর্থনীতিকে সম্পূর্ণ ক্যাশলেস করার কথা ভাবছে কেন্দ্র, সেটাই প্রশ্ন কংগ্রেসের।