কালগি: কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে সারা দেশে দলিত নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নিরবতা' নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি অভিযোগ করেছেন, মোদী সংসদেই দলিতদের কন্ঠরোধ করেন।
কংগ্রেস সভাপতির দাবি, কয়েকজন মুষ্টিমেয় শিল্পপতির প্রতিই সদয় প্রধানমন্ত্রী। অন্যদিকে, সমাজের দুর্বলতর শ্রেণীকে শুধু উপেক্ষাই করেন।
উল্লেখ্য, গতকালই কালবুর্গিতে ভোটের প্রচারে গিয়ে মোদী দলিতদের উপেক্ষা নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। দলিত নেতা মল্লিকার্জুন খাড়্গেকে কর্নাটকের মুখ্যমন্ত্রী না করা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী। তিনি বলেছিলেন, ২০১৩-র ভোটে খাড়্গেকে সামনে রেখেই ভোটে জিতেছিল কংগ্রেস। কিন্তু তারপরও তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়নি।
এর জবাব দিতে গিয়ে আগেই খাড়্গে বলেছেন, দলিতদের বা তাঁর জন্য মোদীর 'কুম্ভীরাশ্রু'র কোনও প্রয়োজনই নেই।
এবার রাহুলও পাল্টা তোপ দাগলেন। রাহুল বলেছেন, মোদী অম্বেডকরের কথা বলেন। কিন্তু সংসদে খাড়্গেকে বলতে দেন না। তিনি বলেছেন, 'গৈরিক বাহিনী সারা দেশে দলিত ও আদিবাসীদের মারধর, নিগ্রহ করছে। কিন্তু এসব নিয়ে একটা কোথাও শোনা যায় না মোদীর মুখ থেকে।ওরা রোহিত ভেমুলাকে মেরেছে। উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে দলিতদের মারধর করছে। কিন্তু মোদী কোনও কথাই বলেন না'।
রাহুলের দাবি, কর্নাটকই দেশের একমাত্র রাজ্য সেখানে দলিত ও আদিবাসীদের উন্নয়ণে কেন্দ্র যে টাকা দেয়, তার অর্ধেক টাকা এরসঙ্গে যোগ করেছে।
রাহুলের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় যে অর্থ বেঁচেছে, তা দুর্বলতর শ্রেণী,দলিত ও মহিলাদের কল্যাণে ব্যয়ের পরিবর্তে মোদী সরকার তা ৫-৬ জন শিল্পপতিকে দিয়েছে।