লখনউ: জুলাইয়ে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্পর্কে বলেছিলেন তিনি একজন সদুদ্দেশ্যপূর্ণ মানুষ। এবার সেই প্রশংসাই পাল্টা ফিরিয়ে দিলেন অখিলেশ। রাহুলকে একজন খুব ভাল মানুষ, ভাল ছেলে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় তিনি রাহুলকে আরও বেশি করে উত্তরপ্রদেশে আসার ও থাকার আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি অখিলেশ মনে করেন তাঁদের মধ্যে অবিলম্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে তা তাঁদের পক্ষেই লাভজনক হবে।
সম্প্রতি, রাহুল উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে ২৫০০ কিমি পথ পায়ে হাঁটা শুরু করেছেন। তাঁর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অখিলেশের অনুরোধ, তিনি যেন এভাবেই আরও বেশি সময় উত্তরপ্রদেশে কাটান। এর মাধ্যমে তাঁদের বন্ধুত্ব স্বাভাবিক নিয়মেই বাড়বে। তবে অদূর ভবিষ্যতে কংগ্রেস-সমাজবাদী পার্টির মধ্যে কী কোনও জোট তৈরির সম্ভাবনা রয়েছে? সেপ্রসঙ্গে অখিলেশের জবাব, সববিষয় রাজনীতি টানা উচিত্ নয়।
এদিকে কিষাণ যাত্রায় প্রধানমন্ত্রী এবং বিজেপির কড়া ভাষায় যেমন সমালোচনা করেছেন রাহুল, ঠিক তেমনই সমাজবাদী পার্টির কাজের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত নির্বাচনের আগে বহু সময়ই দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এইরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে। এবং পরে সেটা রাজনৈতিকভাবে গুরুত্বপূ্র্ণ জোটশক্তিতেও পরিণত হয়।
২০১৭ সালে উত্তরপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে অখিলেশকে লড়তে হবে বিজেপি, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সঙ্গে। এই নির্বাচনে কে জিতে উত্তরপ্রদেশের মসনদে বসছে, তার ওপর অনেকটাই নির্ভর করছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল।
রাহুল গাঁধী খুব ভাল মানুষ, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে ভাল:অখিলেশ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 10:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -