মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে অস্থির করছেন প্রধানমন্ত্রী, অভিযোগ রাহুল গাঁধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2020 01:35 PM (IST)
মধ্যপ্রদেশে চলতি রাজনৈতিক ডামাডোল নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে অস্থির করছেন বলে অভিযোগ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
নয়াদিল্লি: মধ্যপ্রদেশে চলতি রাজনৈতিক ডামাডোল নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে অস্থির করছেন বলে অভিযোগ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী হয়ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩৫ শতাংশ কমে যাওয়ার বিষয়টি খেয়াল করেননি। পেট্রো পণ্যের দাম কমিয়ে এর সুফল আমজনতাকে পৌঁছে দেওয়ার দাবিও তিনি জানিয়েছেন। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাসের বিষয়টি নিয়ে ট্যুইট করে রাহুল মধ্যপ্রদেশের ঘটনার প্রসঙ্গ তুলে মোদিকে খোঁচা দিয়েছেন। তাঁর ট্যুইট, 'হে প্রধানমন্ত্রী, আপনারা যখন নির্বাচিত কংগ্রেস সরকারকে অস্থির করতে ব্যস্ত, তখন হয়তো খেয়াল করেননি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫ শতাংশ। পেট্রলের দাম লিটার পিছু ৬০ টাকার নিচে নিয়ে এসে এর সুবিধা কি দেশের আমজনতার কাছে পৌঁছে দিতে পারেন না? যা মন্থর অর্থনীতি চাঙ্গা হতে সাহায্য করবে'। উল্লেখ্য, মঙ্গলবারই কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়েছেন। মধ্যপ্রদেশে তাঁর অনুগামীদের কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহের মধ্যেই গুণার রাজ পরিবারের সন্তান আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন। এরফলে মধ্যপ্রদেশে ১৫ মাসের কমলনাথ সরকারের পরিস্থিতি টলোমলো হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে জ্যোতিরাদিত্য বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। এরপর জ্যোতিরাদিত্য ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এদিন সংসদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে একদা ঘনিষ্ঠ সহযোগী জ্যোতিরাদিত্যর দলত্যাগ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান রাহুল।