নয়াদিল্লি: লাদাখে সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষে সেনা মৃত্যুতে ফের কেন্দ্রকে তোপ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর। তিনি বলেছেন, ‘ এখন এটা স্পষ্ট, গালওয়ানে চিনের হামলা পূর্ব পরিকল্পিত। ভারতীয় জওয়ানদের ওপর হামলার সময় কেন্দ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং সমস্যাকে গুরুত্ব দেয়নি।যার মূল্য চোকাতে হয়েছে আমাদের শহিদ জওয়ানদের’।


প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেছিলেন যে, ভারতীয় সেনাদের ওপর চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র হামলা পূর্বপরিকল্পিত।


রাহুল শুক্রবার তাঁর ৫০ তম জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।


চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদল বৈঠক ডেকেছেন। তার আগে রাহুল এই কেন্দ্রকে নিশানা করলেন।


প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের মুখোমুখি হতে ভারতীয় জওয়ানদের নিরস্ত্র অবস্থায় পাঠানো নিয়ে গত বৃহস্পতিবার প্রশ্ন তুলেছিলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে চিন বড়সড় ভুল করেছে। আমি প্রশ্ন করতে চাই, এই বিপদের মুখে কে তাঁদের নিরস্ত্র অবস্থায় পাঠিয়েছিল। এরজন্য দায়ী কে?’


গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের হত্যার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও গত বুধবার প্রশ্ন তুলেছিলেন রাহুল। তিনি বলেছিলেন,’ প্রধানমন্ত্রী চুপ কেন? তিনি কোথায় লুকোলেন?যথেষ্ট হয়েছে। ঠিক কী ঘটেছে তা আমাদের জানার প্রয়োজন। আমাদের সেনাদের হত্যা করতে চিনের সাহস হয় কী করে? কোন সাহসে তারা আমাদের ভূখণ্ড দখল করে?’


সোমবার রাতে পূর্ব লাদাখের গাওয়ান উপত্যকায় চিনের বাহিনীর সঙ্গে নজিরবিহীন সংঘর্ষে এক অফিসার সহ ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়।


এদিন চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের বাবার বক্তব্যের ভিডিও শেয়ার করে  কেন্দ্র ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যেভাষণের অভিযোগও করেছেন রাহুল। ওই ভিডিও শেয়ার করে রাহুলের ট্যুইট, কেন্দ্র সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রীকে বাঁচাতে মিথ্যে বলছেন, তা দেখে খুবই দুঃখিত। এভাবে মিথ্যে বলে আমাদের শহিদদের অপমান করবে না।


এক সংবাদ চ্যানেলে আহত জওয়ানের সাক্ষাত্কারের ভিডিও রাহুল শেয়ার করেছেন। ওই ভিডিও জখম জওয়ানের বাবাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর ছেলে ফোন করেছিলেন। তিনি ছেলেকে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। এর জবাবে ছেলে তাঁকে বলেন, এখন হাসপাতালে রয়েছেন। ভালো আছেন। এরপর তিনি সংঘর্ষ সম্পর্কে বলেন। ওই জওয়ানের বাবা বলেছেন, তাঁকে তাঁর ছেলে বলেন যে, 'আমরা ৩০০-৪০০ জন ছিলাম। ওদের ২০০০ থেকে ২৫০০ জন ছিল। আচমকা ওরা ঘিরে ফেলে। ওদের পাশে ছিল রড, লাঠি। আমাদের কাছে কিছু ছিল না। আমাদের হাত খালি ছিল। ঈশ্বর রক্ষা করেছেন'।



জখম জওয়ানের বাবা বলবন্ত সিংহের এই বক্তব্যের ভিডিও পোস্ট করে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।