নয়াদিল্লি: আলোয়ারে গণপিটুনির নিন্দা করে নরেন্দ্র মোদীর ‘নিষ্ঠুর ভারতে মানবতার মৃত্যু হয়েছে’ বলে ট্যুইট রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি সেখানকার পুলিশকর্মীদের ভূমিকার প্রসঙ্গ টেনে নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে। লিখেছেন, গণপিটুনির বলি রাকবর খান যখন মরতে বসেছেন, তাঁকে মাত্র ৬ কিমি দূরের হাসপাতালে নিয়ে যেতে আলওয়ারের পুলিশকর্মীরা ৩ ঘন্টা সময় নিয়েছেন। তাঁরা চা খাচ্ছিলেন। কেন? কারণ এটাই হল মোদীর নৃশংস ‘নয়া ভারত’ যেখানে মানবতার জায়গা নিয়েছে ঘৃণা, মানুষকে চূর্ণ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
গত ২০ জুলাই রাতে রাজস্থানের মেবানের বাসিন্দা রাকবর আরেকজনের সঙ্গে জঙ্গলের পথ ধরে গরু নিয়ে গ্রামের দিকে যাওয়ার পর পাচারকারী সন্দেহে গণপিটুনির শিকার হন। আলোয়ারের লালাওয়ান্দি গ্রামের কাছে দুজনকে একদল লোক ঘিরে ধরে। রাকবর মার খান, কোনওমতে পালিয়ে বাঁচেন তাঁর সঙ্গী।
কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, খবর পেয়ে পুলিশ আসে রাত একটা নাগাদ। কিন্তু আহত রাকবরকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নেওয়ার পরিবর্তে থানায় নিয়ে যায়। রাস্তায় চা খায়। তখনও রাকবরের দেহে প্রাণ ছিল। রাত চারটে নাগাদ তাঁকে নিয়ে হাসপাতাল পৌঁছয় পুলিশ। তাঁকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান হাসপাতালের ডাক্তার। অভিযোগ, হাসপাতাল নিয়ে যাওয়ার আগে রাকবরকে পেটায় পুলিশও।
আলোয়ারে গণপিটুনিতে খুন: মোদীর 'নিষ্ঠুর নয়া ভারতে' মানবতার জায়গা নিয়েছে ঘৃণা, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2018 01:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -