সংবাদমাধ্যমে খবর, চিন ভারতের সঙ্গে ডোকলামে রাস্তা তৈরি নিয়ে বিবাদের পরেও ওই এলাকা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে। ডোকলামে ভাল সংখ্যায় সেনাও মজুত রেখেছে তারা। এরপরই এ নিয়ে রাহুলের প্রধানমন্ত্রীকে টিপ্পনি।
দেখুন রাহুলের টুইট
ভুটানের ডোকলামে চিনের রাস্তা তৈরি নিয়ে ভারত আপত্তি করায় ১৬ জুন থেকে টানা ৭৩ দিন দু’দেশের সেনা ওই এলাকায় মুখোমুখি দাঁড়িয়ে থাকে। পরে বরিষ্ঠ আধিকারিকদের মধ্যে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।