গরিব মানুষের স্বার্থ ভুলে যাওয়ার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরু্দ্ধে সোচ্চার হন রাহুল। মোদীকে উদ্দেশ্য করে রাহুল বলেন, ‘আপনি বলেছিলেন আপনি জনগণের পাহারাদার। অথচ, এখন দেখা যাচ্ছে, কংগ্রেসকেই সেই দায়িত্ব পালন করতে হচ্ছে।’
রাহুলের অভিযোগ, কৃষকদের জমি কেড়ে সেখানে শিল্প করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু, বিরোধীরা এই নিয়ে সোচ্চার হওয়ায় পিছু হটতে বাধ্য হয়েছে মোদী সরকার।
এদিন নিজের বক্তব্যে মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন সনিয়া-তনয়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, কবে ডালের দাম নীচে নামবে? মোদীকে লক্ষ্য করে তিনি বলেন, আপনি যত খুশি ফাঁকা প্রতিশ্রুতি দিতে পারেন। কিন্তু, একটা তারিখ বলুন, যেদিন ডালের মূল্য নীচে নামবে।
রাহুল বলেন, বিজেপি সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিল, তখন দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, কমা তো দূর অস্ত, দাম উল্টে কয়েকগুণ বেড়ে গিয়েছে।
নিজের বক্তব্যের স্বপক্ষে বর্তমান এনডিএ সরকারের জমানার পূর্বে ও পরের সময়কালে ডাল ও অন্যান্য সব্জির তুল্যমূল্য দামের তালিকাও পেশ করেন রাহুল। বলেন, ২০১৪ সালে টমেটোর দাম ছিল কেজিপ্রতি ১৮ টাকা। ২০১৬-তে তা ঠেকেছে ৫৫ টাকায়।
তাঁর আরও দাবি, ২০১৪ সালে মাসকড়াই ও অড়হড় ডালের দাম যথাক্রমে কেজিপ্রতি ৭০ এবং ৭৫ টাকা ছিল। কিন্তু, চলতি মাসের দাম অনুযায়ী তা বেড়ে ১৬০ এবং ১৮০ টাকা/কেজি হয়েছে।