নয়াদিল্লি: দেশের নানা জায়গায় ক্রমবর্ধমান দলিত নিগ্রহের নিন্দা করে এজন্য বিজেপি, আরএসএসকে দুষলেন রাহুল গাঁধী। মহারাষ্ট্রের জলগাঁওয়ের গ্রামে উচ্চবর্ণের লোকজনের পুকুরে নামায় তিন দলিত নাবালককে বিবস্ত্র করে মারধর ও প্রকাশ্যে ঘোরানোর তীব্র প্রতিবাদ করে ট্যুইট করেন কংগ্রেস সভাপতি। লেখেন, ওই দলিত শিশুদের একমাত্র অপরাধ, ওরা উচ্চবর্ণের লোকের 'সোনায় মোড়া' কুয়োয় ডুব দিয়েছিল। আজ মানবতা শেষ খড়কুটোটা আঁকড়ে তার মান বাঁচাতে লড়ছে। বিজেপি-আরএসএসের মনুবাদের বিষাক্ত ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এখনই মুখ না খুললে ইতিহাস আমাদের কোনওদিন ক্ষমা করবে না বলেও ট্যুইটে লেখেন রাহুল।

উঁচু জাতের লোকজনের হাতে দলিত কিশোরদের নিগ্রহের একটি ভিডিও শেয়ার করেন রাহুল।




কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে দুই নীচু জাতের নাবালককে রাস্তায় হাঁটিয়ে হেনস্থার তীব্র নিন্দা করেছেন। ওদের ন্যয়বিচার সুনিশ্চিত করতে যে গ্রামে ঘটনাটি ঘটেছে, আগামীকাল সেখানে যাচ্ছেন তিনি। আঠওয়ালে মহারাষ্ট্রেরই সাংসদ। নিগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী।

আজ তিনটি দলিত নাবালকের ওপর অত্যাচার, তাদের নগ্ন করে ঘোরানোর খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়ায়। ইন্টারনেটে তার কয়েকটি ভিডিও পোস্ট হয়। জলগাঁওয়ের ভালকাদি গ্রামের ঘটনার ব্যাপারে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দেন মহারাষ্ট্রের সামাজিক ন্যয়বিচার মন্ত্রী দিলীপ কাম্বলে। তদন্ত চলছে। নিগৃহীত কিশোরদের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ঈশ্বর জোশী নামে ওই পুকুরের মালিক ও তার খেতের কর্মী প্রহ্লাদ লোহারকে গ্রেফতারও করা হয়েছে। দুজনকেই অভিযুক্ত করেছে পুলিশ।

তিনি অবশ্য এও বলেন, এটা রাজনীতির ব্যাপার নয়, সামাজিক সমস্যা। এ নিয়ে যেন রাজনীতি না হয়।